১) আস্সালামুআলাইকুম, আমি ডাঃ ইফতেখার, আপনার রোগ নিয়ে আপনার সাথে কথা বলব।
২) আপনি কি আপনার রোগের নাম জানেন? (হুম জানি), ঠিক আছে ধন্যবাদ, আপনার রোগের নাম COPD, যা হাঁপানি জাতীয় একটি রোগ।
৩) শ্বাসনালীতে দীর্ঘস্থায়ী এবং ক্রমবর্ধমান প্রদাহের ফলে এ রোগের সৃষ্টি, এর ফলে শ্বাসনালী চিকন হয়ে ফুসফুসে বাতাসের সর্বরাহ কমে যায়, ফলে ফুসফুসের মাধ্যমে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়। সাধারণত অনেক বছর ধূমপান করে থাকলে বা অতিরিক্ত ধোঁয়াযুক্ত স্থানে অধিক সময় অবস্থান করলে এ রোগ হয়, তবে অনেক ক্ষেত্রেই কোন কারন ছাড়াও এ রোগ হতে পারে।
৪) এ রোগের উপসর্গ গুলো হচ্ছে শ্বাসকষ্ট হওয়া, কাশি, শরীর দূর্বল লাগা, শরীর শুকিয়ে যাওয়া ইত্যাদি। মাঝে মাঝে শ্বাসকষ্ট অস্বাভাবিকভাবে বেড়েও যেতে পারে।
৫) এজমা রোগেও এ রোগের মতই উপসর্গ হয়, তাই আমরা রক্তের সিবিসি, স্পাইরোমেট্রি সহ বিভিন্ন পরীক্ষা করে দেখব যে এ রোগটি নিশ্চিত কি না।
৬) এ রোগ সম্পূর্ণ নিরাময় সম্ভব নয়। তবে এ রোগের চিকিৎসা রয়েছে, উপযুক্ত চিকিৎসা নিলে এ রোগ অনেকাংশেই নিয়ন্ত্রনে রাখা সম্ভব।
৭) অন্যদিকে চিকিৎসা না নিলে এ রোগ মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন অতিরিক্ত কাশি, ওজন কমে যাওয়া, হার্ট ফেইলুর হওয়া ইত্যাদি।
৮) এ রোগের চিকিৎসার জন্য আমরা ২ধরনের দিক নির্দেশনা দিয়ে থাকি, এক জীবন-যাত্রার কিছু নিয়ম মেনে চলা, দুই ঔষধ।
৯) নিয়মকানুনগুলো হল, ধূমপান পরিহার করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, নিয়মিত শরীরচর্চা ও ব্যয়াম করতে হবে।
১০) ঔষধ বিভিন্ন রকম রয়েছে, কিছু আছে ইনহেলার জাতীয়, কিছু মুখে খাওয়ার ঔষধ। ইনহেলারের মধ্যে আছে শ্বাসনালী প্রশস্ত করার ঔষধ যেমন Salbutamol, শ্বাসনালীর প্রদাহ কমানোর জন্য Steroid. মুখে খাওয়ার মধ্যে আছে Salbutamol, Theophyline, Steroid, Diuretics ইত্যাদি।
১১) এ সকল ঔষধে সম্পূর্ণ নিয়ন্ত্রন না হলে বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে দীর্ঘ সময় অক্সিজেনও দেয়া লাগতে পারে।
১২) ঔষধের জন্য বিভিন্ন পার্শপ্রতিক্রিয়া হতে পারে, যেমন, Salbutamol এর জন্য বুক ধরফর করা, Stetoid এর জন্য মুখে ছত্রাকের স্বংক্রমন ইত্যাদি।
১৩) এক্ষেত্রে যেহেতু শরীরে জীবানু আক্রমনের সম্ভাবনা বেড়ে যায়, তাই আপনাকে নিয়মিত কিছু কমন স্বংক্রামক ব্যধির টিকা নিতে হবে।
১৪) আর রোগের অবস্থা বুঝে ঔষধের মাত্রা পরিবর্তন করতে এবং ঔষধের পার্শপ্রতিক্রিয়া হচ্ছে কিনা তা নির্নয় করতে আপনাকে নিয়মিত ফলোআপে আসতে হবে।
১৫) ফলোআপের সময় কিছু পরীক্ষা যেমন, রক্তের সিবিসি, বুকের এক্স-রে, স্পাইরোমেট্রি ইত্যাদি করা লাগতে পারে।
১৬) আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
১৭) আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন।
১৮) ধন্যবাদ।
================================== RheumaLife =================================
=================================== iCarePG ===================================
That's true for a COPD patient. I agree. Actually, there's a copd treatment program that is quite effective to improve health and illness condition. It's stem cells therapy which is safe and very reliable too.
ReplyDelete