১) আস্সালামুআলাইকুম মা, আমি ডাঃ ইফতেখার, আপনার রোগ নিয়ে আপনার সাথে কথা বলব।
২) আপনিতো জানেন যে আপনার শরীরে Hepatitis B নামক একটি জীবাণু আছে, যা লিভারের অসুখ করতে পারে এমন একটি ভাইরাস।
৩) এ রোগটি যে সকল মাধ্যমে ছড়ায়, তা হল:
- অনিরাপদ রক্ত দান/গ্রহন
- মা থেকে গর্ভের বাচ্চার
- একাধিক মানুষ একই ইঞ্জেকশনের সুচ ব্যবহার করলে
- অনিরাপদ যৌন সম্পর্ক
৪) মায়ের এ অসুখ থাকলে বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৯০ ভাগ! কিন্তু আপনি জেনে খুশি হবেন যে উপযুক্ত চিকিৎসা নিলে এ সম্ভাবনা কে ১০ ভাগে নামিয়ে আনা সম্ভব।
৫) আপনার জন্য আরও খুশির খবর হচ্ছে যে, হেপাটাইটিস বি তে আক্রান্ত মায়ের বাচ্চাও অন্যান্য সুস্থ মায়ের বাচ্চাদের মতই হয়, এক্ষেত্রে জন্মগত বিকলাঙ্গ হওয়ার তেমন কোন রিপোর্ট পাওয়া যায় নি।
৬) আর গর্ভধারণ করলে মায়েরও অসুখের মাত্রায় তেমন কোন পরিবর্তন লক্ষ করা যায় না।
৭) তবে কারও যদি HBeAg +ve এবং HBV-DNA লেভেল বেশি থাকে তাহলে বাচ্চার আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই আপনাকে ৩মাস পর পর ফলোআপে আসতে হবে এবং কিছু পরীক্ষা করতে হবে, যেমন, HBeAg, ALT, HVB-DNA, USG of W/A
৮) সক্রিয়তা বেশি হলে প্রয়োজনে ঔষধ দেওয়া লাগতে পারে। শেষ ৩ মাসে এটি বেশি ছড়ায়, তাই সে সময় আমরা সাধারনত ঔষধ দিয়ে থাকি।
৯) গর্ভাবস্থায় এ রোগের ইন্জেকশন জাতীয় ঔষধ নিরাপদ নয়, মুখে খাওয়ার ঔষধের মধ্যে Telbivudine এবং Tenofovir নিরাপদ।
১০) আর নিয়মকানুন গুলো আগের মতই মানতে হবে, যেমন:
- চর্বি জাতীয় খাবার খাওয়া কমাতে হবে, ধূমপান-মদপান পরিহার করতে হবে।
- কবিরাজি ঔষধ খেতে পারবেন না।
- বাইরের খোলা খাবার খেতে পারবেন না।
- কাউকে রক্ত বা অঙ্গ দান করতে পারবেন না।
১১) বাচ্চা ডেলিভারি অবশ্যই হাসপাতালে করতে হবে, এক্ষেত্রে নরমাল ডেলিভারি বা সিজারিয়ান সেকশন সাধারণ মানুষের মতই প্রযোজ্য।
১২) জন্মের পরপরই বাচ্চাকে হেপাটাইটিস-বি ইমিউনোগ্লোবিউলিন দিতে হবে এবং ভেক্সিন দিতে হবে। যদিও বুকের দুধের মাধ্যমে জীবানুটি বাচ্চার শরীরে যেতে পারে, কিন্তু ইমিউনোগ্লোবিউলিন এবং ভেক্সিন দিয়ে নিলে তা আর বাচ্চাকে আক্রান্ত করতে পারে না। তাই আমরা বাচ্চাকে স্বাভাবিক নিয়মেই বুকের দুধ খাওয়ার নির্দেশনা দিয়ে থাকি।
১৩) আশা করি আমার কথা বুঝতে পেরেছেন।
১৪) আপনার আর কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন।
১৫) ধন্যবাদ।
=================================== iCarePG ===================================
No comments:
Post a Comment