Sunday, March 26, 2017

রোগীদের কিছু বিদঘুটে প্রেসেন্টেশন!

রোগীদের কিছু বিদঘুটে প্রেসেন্টেশন:
১. গ্যাস্ট্রিক/জার্ড:
ছোটবেলায় পড়ে গিয়ে বুকে আঘাত পাইছিলাম, পুরা দুইদিন ব্যথা ছিল, তখন ওমুক ডাক্তারের কাছ থেকে ঔষধ কিনে খাইছিলাম, সেই যে ব্যথা সারল! গত ১৫ বছরেও আর ব্যথা উঠে নাই! কিন্তু গত ৩ মাস ধরে আবার সেই ব্যথা উঠছে। অমুক ডাক্তারের দোকান থেকে ব্যথার ঔষধ এনে খাইলাম, ব্যথাতো সারলই না, আরো বাড়ল!

২. এপিস্টেক্সিস+হেমোরয়েড:
রোগী: গত ৬ মাস ধরে মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ে।
আমি: ঠান্ডা বেশি লাগে? নাক বন্ধ থাকে?
রোগী: সেটাতো সবসময় লেগেই আছে।
আমি: (নাকটা টর্চ দিয়ে দেখে) নাক কান গলার ডাক্তার দেখান।
রোগী: আপনি কিছু ঔষধ দেন, আগে খেয়ে দেখি!
(এন্টিহিসটামিন/+ অন্য ড্রাগস লেখে দেয়ার পর)
রোগী: পায়খানার রাস্তা দিয়েও মাঝে মাঝে রক্ত যায়, এই ঔষধে কাজ হবে?

৩. ফ্রি ডাক্তার পেলে যা হয়:
ক) রুগী: মনে করেন, ঘুমায় আছি, হঠাৎ করে কেউ ডাক দিল! উঠার পর মাথাটা যা চিলিক দিয়া উঠে না, ব্যথাটা সারতে অনেক সময় পার হয়ে যায়। কী করি বলেন তো?
আমি: (মনটায় চায়, যে বলি, এটা ব্রেইন টিউমারের লক্ষণ, এমআরআই কইরা চেক করেন!)
খ) রোগী: আপনেতো হাড়ের উপরে বড় ডিগ্রী নিতাছেন, না?
আমি: জ্বি।
রোগী: আইচ্ছা কাম-কাজের বেশি লোড পইরা গেলে না সন্ধ্যার দিকে হাটু থেকে টাকনু পর্যন্ত প্রচুর বিষ করে। ক্যালসিয়ামের অভাব মনে হয়, না?
আমি: জ্বি, হতে পারে।
রোগী: ক্যালসিয়ামের ভাল দেইখা একটা বড়ি লেইখা দেন তো!

================================== RheumaLife =================================
================================== iCarePG =================================

No comments:

Post a Comment